পাকিস্তান ক্রিকেটে ফের ঘোর অমানিশা
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিল পাকিস্তান। গত দুই বছরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যাওয়ায় ১৮ বছর পর সেখানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড।