Ajker Patrika

প্রধানমন্ত্রী মায়ের ভাষণে মেয়ের বাধা!  

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৪: ০৫
প্রধানমন্ত্রী মায়ের ভাষণে মেয়ের বাধা!  

ফেসবুকে লাইভে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভাষণে বিঘ্ন তৈরি করেছে তাঁর তিন বছরের মেয়ে শিশু নিভে। জেসিন্ডা প্রধানমন্ত্রী হলেও ব্যক্তি জীবনে তিনি যে একজন মা লাইভে এসে তাই মনে করিয়ে দিল নিভে।

গত সোমবার করোনার বিধিনিষেধ নিয়ে জাতির উদ্দেশে ফেসবুকে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এর মধ্যেই একটি ছোট কণ্ঠকে বলতে উঠে শোনা যায় ‘মাম্মি’। এর জবাবে আরডার্নকে বলতে শোনা যায়, ‘তোমার এখন বিছানায় থাকার কথা প্রিয়। এখন ঘুমানোর সময়। ’

এই কথা বলেই জনগণের কাছ থেকে কিছু সময় নিয়ে মেয়েকে নানির কাছে রেখে আসতে যান আডার্না। এরপর তিনি আবার ভাষণ দেওয়া শুরু করে। এর কিছুক্ষণ পর আবার তাঁর মেয়েকে লাইভে স্ট্রিমে দেখা যায়। এই সময় মেয়েকে জেসিন্ডাকে বলেন, ‘আমি দুঃখিত প্রিয়। খুব দেরি হয়ে যাচ্ছে।’  

মেয়ের সঙ্গে এই কথোপকথনের পরেই জনগণের কাছ থেকে বিদায় নিয়ে লাইভ স্ট্রিম থামিয়ে দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।  

জেসিন্ডা বিশ্বের দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময় ২০১৮ সালের কন্যা শিশুর জন্ম দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বিশ্বের প্রথম নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়েকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদেও দেখা গিয়েছে জেসিন্ডাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত