বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা
প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জয় শুধু একটি, পাকিস্তানের বিপক্ষে। দল ভালো না করলেও আলো ছড়িয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। এর পুরষ্কারও পেলেন সালমা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।