Ajker Patrika

খেলার জন্য অফিসের সময় পরিবর্তন করল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০: ৪৯
Thumbnail image

আজ নরওয়ে-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। চার বছর পর হওয়া বিশ্বকাপ নিয়ে সবারই মধ্যে অন্যরকম এক উদ্দীপনা কাজ করে। সমর্থকেরা নিজেদের পছন্দের দলের খেলা উপভোগ করতে অনেক কিছুই বিসর্জন দেন। 

এতে করে বিপদে পড়েন অনেকে। গত মার্চেই যেমন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব উদ্‌যাপন করতে গিয়ে চাকরি হারিয়েছিলেন আর্জেন্টাইন তরুণী হুইলেন বারবিয়েরি। মিথ্যা অজুহাতে আর্জেন্টিনা-পানামার ম্যাচ দেখতে গিয়ে। 

বারবিয়েরির মতো যেন অন্যদের মিথ্যা অজুহাতে খেলা দেখতে কিংবা চাকরি হারাতে না হয়, সেই ব্যবস্থা করেছে ব্রাজিল সরকার। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন অফিসের সময়সূচি পরিবর্তন করেছে ফুটবলপাগল দেশটি। তবে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সব ম্যাচের ক্ষেত্রে নয়। শুধু ব্রাজিলের ম্যাচের দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের ব্যবস্থাপনা মন্ত্রী ইসথের ডিউইক। 

ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ডিউইক বলেছেন, ‘যেদিন ম্যাচ স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে, সেদিন অফিস শুরু বেলা ১১টায়। আর সকাল ৮টার ম্যাচের দিন অফিসের কার্যক্রম শুরু হবে বেলা ১২টায়।’

সরকারি কর্মচারীদের জন্য নির্বিঘ্নে খেলা দেখার ব্যবস্থা করা হলেও বেসরকারি কর্মচারীদের সেই ব্যবস্থা নেই। এ জন্য যাঁরা আর্জেন্টাইন তরুণীর মতো খেলাপাগল, তাঁদের বারবিয়েরির মতো পন্থা অবলম্বন করে হয়তো ঝুঁকি নিতে হবে। অন্যথায় সরাসরি খেলা দেখার আশা ছেড়ে পরে অবসর সময়ে হাইলাইটস দেখে নিতে হবে। 

পুরুষদের বিশ্বকাপে শিরোপার বিচারে পাঁচ বিশ্বকাপ জিতে ব্রাজিল সেরা দল হলেও নারীদের ক্ষেত্রে তা নয়। এখন পর্যন্ত হওয়া আট বিশ্বকাপে একবারই ফাইনালে ওঠার সুযোগ হয়েছিল ব্রাজিলের নারীদের। ২০০৭ চীন বিশ্বকাপে সেবার জার্মানির কাছে ২–০ গোলে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয় তাদের। সর্বশেষ দুই বিশ্বকাপে তো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়।

এবার নবম বিশ্বকাপে নিশ্চয়ই আক্ষেপ নিয়ে ফিরতে চাইবেন না মার্তারা। নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার। তিনি নিশ্চয়ই চাইবেন শেষ সুযোগটা কাজে লাগাতে। সুযোগ কাজে লাগানোর প্রথম মিশন শুরু হবে ২৪ জুলাই। পানামার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। এরপর ২৯ জুলাই দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স। আর ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জ্যামাইকার বিপক্ষে, ২ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত