অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বিশাল ব্যবধানে জিততে হতো বাংলাদেশের নারীদের। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারালেও অল্পের জন্য সেমিফাইনাল খেলা হলো না তাঁদের।
আরব আমিরাতে দেওয়া ৭০ রানের লক্ষ্যে মাত্র ৯ ওভার ১ বলে জিতলেও অস্ট্রেলিয়ার চেয়ে রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো বাংলাদেশের। দুই দলের পয়েন্ট সমান ৬ হলেও বাংলাদেশের ১.২২৬ চেয়ে অস্ট্রেলিয়ার রানরেট ২.২১০।
পচেফস্ট্রুমে ৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। ২ রানের মাথায় আউট হন ওপেনার মিষ্টি সাহা। তিনে নামা স্বর্ণা আক্তারকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন আরেক ওপেনার আফিফা প্রত্যাশা। ১৫ রানে প্রত্যাশা আউট হলে দুজনের ১৯ রানের জুটি ভেঙে যায়। তাঁর আউটের পরপরই ড্রেসিংরুমে ফিরে যান তিন বলে কোনো রান না করে সুমাইয়া আক্তার।
২২ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের জয়ের পথ মসৃণ করেন স্বর্ণা ও রাবেয়া খান জুটি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন দুজনে। তবে দুজনে ক্রিজে থেকে দলকে জয় এনে দিতে পারেননি। জয় পেতে যখন বাংলাদেশের ২ রান প্রয়োজন ঠিক তখনই ব্যক্তিগত ১৪ রানে আউট হন রাবেয়া। এই ব্যাটারের আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান দলের সর্বোচ্চ ৩৮ রান করা স্বর্ণাও। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এর আগে পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরেন মারুফা আক্তার-রাবেয়ারা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন মারুফা। তবে তৃতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন লাভানিয়া কেনি ও মাহিকা গৌড়। রিয়া আক্তার শিখার বলে ১৭ রানে মাহিকা এলবিডব্লিউ হলে ম্যাচে আর দাঁড়াতে পারেননি আরব আমিরাত।
এরপর নিয়মিত উইকেট হারাতে থাকেন আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৬৯ রান করতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কেনি। ১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বিশাল ব্যবধানে জিততে হতো বাংলাদেশের নারীদের। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারালেও অল্পের জন্য সেমিফাইনাল খেলা হলো না তাঁদের।
আরব আমিরাতে দেওয়া ৭০ রানের লক্ষ্যে মাত্র ৯ ওভার ১ বলে জিতলেও অস্ট্রেলিয়ার চেয়ে রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো বাংলাদেশের। দুই দলের পয়েন্ট সমান ৬ হলেও বাংলাদেশের ১.২২৬ চেয়ে অস্ট্রেলিয়ার রানরেট ২.২১০।
পচেফস্ট্রুমে ৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। ২ রানের মাথায় আউট হন ওপেনার মিষ্টি সাহা। তিনে নামা স্বর্ণা আক্তারকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন আরেক ওপেনার আফিফা প্রত্যাশা। ১৫ রানে প্রত্যাশা আউট হলে দুজনের ১৯ রানের জুটি ভেঙে যায়। তাঁর আউটের পরপরই ড্রেসিংরুমে ফিরে যান তিন বলে কোনো রান না করে সুমাইয়া আক্তার।
২২ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের জয়ের পথ মসৃণ করেন স্বর্ণা ও রাবেয়া খান জুটি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন দুজনে। তবে দুজনে ক্রিজে থেকে দলকে জয় এনে দিতে পারেননি। জয় পেতে যখন বাংলাদেশের ২ রান প্রয়োজন ঠিক তখনই ব্যক্তিগত ১৪ রানে আউট হন রাবেয়া। এই ব্যাটারের আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান দলের সর্বোচ্চ ৩৮ রান করা স্বর্ণাও। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এর আগে পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটারদের চেপে ধরেন মারুফা আক্তার-রাবেয়ারা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন মারুফা। তবে তৃতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন লাভানিয়া কেনি ও মাহিকা গৌড়। রিয়া আক্তার শিখার বলে ১৭ রানে মাহিকা এলবিডব্লিউ হলে ম্যাচে আর দাঁড়াতে পারেননি আরব আমিরাত।
এরপর নিয়মিত উইকেট হারাতে থাকেন আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৬৯ রান করতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কেনি। ১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
১৫ মিনিট আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩৪ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব কম সময়েই নিজের জাত চেনান অভিষেক শর্মা। শুরু থেকেই ভারতের টি–টোয়েন্টি দলের ভরসার প্রতীক হয়ে উঠেন তিনি। এশিয়া কাপে তো ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক। এবার সেটারই স্বীকৃতি পেলেন এই ২৫ বছর বয়সী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে