ক্রীড়া ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩৬ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে