তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশ মেয়েদের এক হালি
শাহেদা আক্তার রিপার কথাই তাহলে সত্যি হলো! নিজেদের গতিময় ফুটবল খেলতে পারলে তুর্কমেনিস্তানের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে যে মাটিতে নামিয়ে আনা সম্ভব সেটাই গতকাল বারবার জোর দিয়ে বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ফরোয়ার্ড। বাস্তবে হলোও তাই। পুরো মাঠ জুড়ে খেলল বাংলাদেশ, সারা ম্যাচ বলের পেছনে ছু