Ajker Patrika

সাফজয়ী আঁখির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি বাফুফের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৮
Thumbnail image

নারী লিগ শেষ হওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে সিরাজগঞ্জে নিজের বাড়ি গিয়েছিলেন নারী সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। এরপর দেড় মাস ধরে জাতীয় দলের ক্যাম্পে না ফেরায় আঁখির বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

জানা গেছে, গত ডিসেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে লিগ জয়ের পর ছুটিতে যান আঁখি। এরপর দেড় মাসেও ক্যাম্পে না ফেরায় কারণ দর্শানো নোটিশ পাঠানো হয় তাঁকে। কিন্তু আঁখির কাছ থেকে কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। জাতীয় দলের দীর্ঘদেহী ও নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের এমন আচরণে হতাশ ছোটন। বলেছেন, ‘আমরা সব সময় যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাঁর থেকে কোনো সাড়া পাইনি। দুই দিনের ছুটির কথা বলে দেড় মাস হয়ে গেছে। একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।’

নোটিশের জবাব না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে জায়গা হারাতে পারেন আঁখি। আগামী এপ্রিলে শুরু হবে অলিম্পিকের বাছাইপর্ব। মার্চে আছে নারী দলের ফিফা উইন্ডো। এসব ম্যাচে আঁখিকে নাও খেলানো হতে পারে বলে ইঙ্গিত মাহফুজা আক্তার কিরণের। বললেন, ‘এখন আঁখি আসতে না চাইলে ওকে কি গলায় দড়ি ধরে নিয়ে আসব? তিন দিনের ছুটির কথা বলে একটা খেলোয়াড় দেড়-দুই মাস ক্যাম্পে নেই, এটা কী পেশাদার খেলোয়াড়ের আচরণ হতে পারে? ওকে চিঠি দেওয়া হয়েছে, কোনো জবাব নেই। এখন বাফুফে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে ভবিষ্যতে ক্যাম্পে নাও দেখা যেতে পারে!’

কেন ক্যাম্পের বাইরে আঁখি সেই উত্তর জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। জবাবে এই ডিফেন্ডার বলেছেন, ‘ক্যাম্পে নেই কারণ আম্মু অসুস্থ। তাই ছুটি নিয়েছি। আমার পরিবারে এমন কেউ নেই যে আমার মা কে দেখাশোনা করবে। তাই আমাকে থাকতে হচ্ছে। সামনে আমার মা কে অপারেশন করাতে হবে। সেটা নিয়েই ডাক্তারের সঙ্গে আলোচনা করছি। ডাক্তার তারিখ নির্ধারণ করলেই অপারেশন করে ফেলব। তবে ক্যাম্পে কবে ফিরব সেই সিদ্ধান্ত নিইনি।’

ক্যাম্পে না ফিরলে আনুচিং মগিনি, সাজেদা খাতুনদের দলে দেখা যেতে পারে আঁখি খাতুনকেও। পারফরম্যান্স ভালো না হওয়ায় জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন আনুচিং ও সাজেদা। অভিমানে ফুটবলকে বিদায় বলেছেন দুই ফুটবলার। ঠিক সময়ে ক্যাম্পে যোগ না দেওয়ায় একই হুমকিতে আছেন এখন আঁখিও!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত