সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে জিতল জাপান, স্পেনের ইতিহাস
লড়াইটা সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের—জাপান ও নরওয়ের। জার্মানিকে হারিয়ে ১৯৯৫ সালে নারী বিশ্বকাপের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিল নরওয়ে। এরপর অবশ্য আর ফাইনাল খেলতে পারেনি তারা। জাপানও তাদের একমাত্র বিশ্বকাপ জিতে ২০১১ সালে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে। তবে আরেকবার ফাইনালে খেলার স্বপ্নযাত্রাটা অব্যাহত রেখেছে এশি