নফল নামাজ ঘরে আদায়—ইসলাম যা বলে
শরিয়তে ফরজ নামাজ জামাতে পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সুন্নত ও নফল নামাজ ক্ষেত্র বিশেষ ঘরে আদায় উত্তম বলা হয়েছে। জাবের (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদের (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়।