হাবিবুর রহমান
আল্লাহ তাআলা তাঁর বান্দার কল্যাণের জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন। এর মধ্যে অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ হলো নামাজ, যার মধ্যে রয়েছে বান্দার মুক্তি ও কল্যাণ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যার মাধ্যমে মুমিন ব্যক্তি তাঁর রবের নৈকট্য অর্জন করতে পারে। ফজরের নামাজ দিয়েই মুমিনদের জন্য নতুন দিনের শুভ সূচনা হয়।
ফজরের নামাজ: শয়তানের বিরুদ্ধে প্রথম বিজয়
ফজরের নামাজ আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তি শয়তানের বিরুদ্ধে তার প্রথম বিজয় লাভ করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তার ঘাড়ে তিনটি গিঁট বেঁধে দেয়; প্রত্যেক গিঁটে সে এই বলে মন্ত্র পড়ে যে—তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। এরপর যদি সে জেগে উঠে আল্লাহর জিকির করে, তাহলে একটি গিঁট খুলে যায়। তারপর যদি অজু করে, তবে তার আর একটি গিঁট খুলে যায়। তারপর যদি নামাজ পড়ে, তাহলে সমস্ত গিঁট খুলে যায়। আর তার সকাল হয় স্ফূর্তি ও ভালো মনে। নতুবা সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে।’ (সহিহ্ বুখারি: ১১৪২, সহিহ্ মুসলিম: ১৮৫৫)
ফজরের আজান বা অ্যালার্ম বেজে উঠলেই আল্লাহু আকবার বলে উঠে পড়তে হবে। আরামের বিছানা ছেড়ে ওঠা সত্যিই এক যুদ্ধের মতো, বিশেষ করে শীতকালে। কিন্তু মনে রাখতে হবে, এই আরামের ঘুম ত্যাগ করার মাধ্যমেই আমরা শয়তানের বেঁধে দেওয়া গিঁট থেকে মুক্ত হতে পারি।
অলসতা কেন? মুনাফিক ও মুমিনের পার্থক্য
আমাদের ফজর নামাজ ছুটে যাওয়ার অন্যতম কারণ হলো অলসতা। মহানবী (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর এবং ইশার নামাজের চেয়ে কষ্টকর আর কিছু নেই।’ (সুনানে আবু দাউদ ৫৪৪)। একমাত্র দুর্বল ইমানের ব্যক্তিই ফজরের সময় অলসতার কাছে হার মানে। আল্লাহর খাঁটি ও দৃঢ় ইমানের অধিকারী বান্দারা আল্লাহর আদেশ পালনে সর্বদা তৎপর থাকে, তা যত কষ্টই হোক না কেন।
শাইখ বদর বিন নাদের আল-মিশারি বলেন, ‘আপনি যদি ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং দ্রুত নিজেকে সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের জন্য কেবল তাঁর প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এ জন্যই মুনাফিকদের জন্য ফজরের নামাজ এত কঠিন।’
ফজরের নামাজে অর্জিত সৌভাগ্য ও পুরস্কার
ফজরের নামাজের নেয়ামত, গুরুত্ব ও উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা ও নবী মুহাম্মদ (সা.) তা বর্ণনা করেছেন। ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি যেসব সৌভাগ্য লাভ করেন—
ফজরের বরকতময় সময় ও আমাদের অবহেলা
ফজরের সময়টি এতটাই বরকতময় যে, আল্লাহ তাআলা ফজর নামেই পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন। তিনি সেখানে শপথ করে বলেন, ‘শপথ সুবহে সাদিকের!’ (সুরা ফজর: ১)। এই সময়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, অথচ রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান ও বরকতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব।’ (সহিহ্ বুখারি: ১১৪৫, সহিহ্ মুসলিম: ৭৫৮)
অনেকেই অতিরিক্ত রাত জেগে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অকাজে সময় নষ্ট করে ফজরের নামাজ কাজা করে থাকেন। দিনের শুরুতেই শয়তানের কাছে এ ধরনের পরাজয় মেনে নিলে বাকি দিনটি কোন অবস্থায় কাটবে, তা বলার অপেক্ষা রাখে না।
ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলে ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা আসে। ছাত্র তার পড়াশোনার জন্য অধিক সময় পায়, কর্মব্যস্ত মানুষ নির্দিষ্ট সময়ে তার কর্মস্থলে যেতে পারে, আর কৃষক তাঁর আবাদি জমিতে সকালের মিষ্টি হাসি দেখতে পায়। এত নেয়ামত ও সুযোগ সুবিধাপূর্ণ ফজরের নামাজ কাজা করে নিজেদের জীবনকে ঝামেলায় ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আসুন, আমরা অলসতাকে দূরে ঠেলে ফজরের নামাজ দিয়ে আমাদের দিনের শুভ সূচনা করি।
আল্লাহ তাআলা তাঁর বান্দার কল্যাণের জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন। এর মধ্যে অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ হলো নামাজ, যার মধ্যে রয়েছে বান্দার মুক্তি ও কল্যাণ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যার মাধ্যমে মুমিন ব্যক্তি তাঁর রবের নৈকট্য অর্জন করতে পারে। ফজরের নামাজ দিয়েই মুমিনদের জন্য নতুন দিনের শুভ সূচনা হয়।
ফজরের নামাজ: শয়তানের বিরুদ্ধে প্রথম বিজয়
ফজরের নামাজ আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তি শয়তানের বিরুদ্ধে তার প্রথম বিজয় লাভ করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তার ঘাড়ে তিনটি গিঁট বেঁধে দেয়; প্রত্যেক গিঁটে সে এই বলে মন্ত্র পড়ে যে—তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। এরপর যদি সে জেগে উঠে আল্লাহর জিকির করে, তাহলে একটি গিঁট খুলে যায়। তারপর যদি অজু করে, তবে তার আর একটি গিঁট খুলে যায়। তারপর যদি নামাজ পড়ে, তাহলে সমস্ত গিঁট খুলে যায়। আর তার সকাল হয় স্ফূর্তি ও ভালো মনে। নতুবা সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে।’ (সহিহ্ বুখারি: ১১৪২, সহিহ্ মুসলিম: ১৮৫৫)
ফজরের আজান বা অ্যালার্ম বেজে উঠলেই আল্লাহু আকবার বলে উঠে পড়তে হবে। আরামের বিছানা ছেড়ে ওঠা সত্যিই এক যুদ্ধের মতো, বিশেষ করে শীতকালে। কিন্তু মনে রাখতে হবে, এই আরামের ঘুম ত্যাগ করার মাধ্যমেই আমরা শয়তানের বেঁধে দেওয়া গিঁট থেকে মুক্ত হতে পারি।
অলসতা কেন? মুনাফিক ও মুমিনের পার্থক্য
আমাদের ফজর নামাজ ছুটে যাওয়ার অন্যতম কারণ হলো অলসতা। মহানবী (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর এবং ইশার নামাজের চেয়ে কষ্টকর আর কিছু নেই।’ (সুনানে আবু দাউদ ৫৪৪)। একমাত্র দুর্বল ইমানের ব্যক্তিই ফজরের সময় অলসতার কাছে হার মানে। আল্লাহর খাঁটি ও দৃঢ় ইমানের অধিকারী বান্দারা আল্লাহর আদেশ পালনে সর্বদা তৎপর থাকে, তা যত কষ্টই হোক না কেন।
শাইখ বদর বিন নাদের আল-মিশারি বলেন, ‘আপনি যদি ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং দ্রুত নিজেকে সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের জন্য কেবল তাঁর প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এ জন্যই মুনাফিকদের জন্য ফজরের নামাজ এত কঠিন।’
ফজরের নামাজে অর্জিত সৌভাগ্য ও পুরস্কার
ফজরের নামাজের নেয়ামত, গুরুত্ব ও উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা ও নবী মুহাম্মদ (সা.) তা বর্ণনা করেছেন। ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি যেসব সৌভাগ্য লাভ করেন—
ফজরের বরকতময় সময় ও আমাদের অবহেলা
ফজরের সময়টি এতটাই বরকতময় যে, আল্লাহ তাআলা ফজর নামেই পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন। তিনি সেখানে শপথ করে বলেন, ‘শপথ সুবহে সাদিকের!’ (সুরা ফজর: ১)। এই সময়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি, অথচ রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান ও বরকতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব।’ (সহিহ্ বুখারি: ১১৪৫, সহিহ্ মুসলিম: ৭৫৮)
অনেকেই অতিরিক্ত রাত জেগে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অকাজে সময় নষ্ট করে ফজরের নামাজ কাজা করে থাকেন। দিনের শুরুতেই শয়তানের কাছে এ ধরনের পরাজয় মেনে নিলে বাকি দিনটি কোন অবস্থায় কাটবে, তা বলার অপেক্ষা রাখে না।
ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলে ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা আসে। ছাত্র তার পড়াশোনার জন্য অধিক সময় পায়, কর্মব্যস্ত মানুষ নির্দিষ্ট সময়ে তার কর্মস্থলে যেতে পারে, আর কৃষক তাঁর আবাদি জমিতে সকালের মিষ্টি হাসি দেখতে পায়। এত নেয়ামত ও সুযোগ সুবিধাপূর্ণ ফজরের নামাজ কাজা করে নিজেদের জীবনকে ঝামেলায় ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আসুন, আমরা অলসতাকে দূরে ঠেলে ফজরের নামাজ দিয়ে আমাদের দিনের শুভ সূচনা করি।
সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ। নবীজি (সা.)-এর প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল, যার কারণে তাঁরা তাঁর প্রতিটি কথা ও কাজ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। এমনকি তিনি কোন কাজ কোন হাতে এবং কোন দিক থেকে শুরু করতেন, তাও তাঁরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগেনেক কাজের দ্বারা পাপরাশি তখনই মাফ হবে, যখন তা সগিরা গুনাহ হবে। যদি কবিরা গুনাহ হয়, তাহলে অবশ্যই এর জন্য তওবা করতে হবে। আর অপরাধটা যদি কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে প্রথমে ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
৬ ঘণ্টা আগেইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ ইবাদত হলো রোজা। আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে রোজার প্রতিদান দেবেন। এ ছাড়া জান্নাতে রোজাদারদের জন্য থাকবে বিশেষ প্রবেশপথ, যা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করবে।
১১ ঘণ্টা আগেলজ্জা বা হায়া ইসলামের একটি মৌলিক গুণ, যা মুমিনের চরিত্রকে সুশোভিত করে। এর কারণে মানুষের মধ্য থেকে কুটিলতা ও পাপ দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেও এ গুণে গুণান্বিত, তাই তিনি লজ্জাশীল বান্দাকে পছন্দ করেন। এটি কেবল বাহ্যিক শালীনতা নয়, বরং অন্তরের পবিত্রতা ও আল্লাহভীতির প্রকাশ।
১ দিন আগে