ফুটবলের প্রশিক্ষণ নিতে পর্তুগালে যাচ্ছে নান্দাইলের ৩ কিশোরী
নান্দাইলের প্রত্যন্ত অঞ্চল পল্লিগ্রামের মেয়ে স্বপ্না, তানিশা ও শিখা। তিনজন কিশোরীই দরিদ্র পরিবারের সন্তান। দরিদ্রকে পেছনে ফেলে অদম্য সাহসী তিন কিশোরী সংগ্রামের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে।