Ajker Patrika

জমি নিয়ে বিরোধে মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারী, মৃত সন্তান প্রসব

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৭
জমি নিয়ে বিরোধে মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারী, মৃত সন্তান প্রসব

নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আনোয়ারা বেগম নামে আট মাসের অন্তঃসত্ত্বা নারী। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা ওই নারী মৃত সন্তান প্রসব করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামে। 

জানা গেছে, আতরামপুর গ্রামের শহীদ মিয়ার সঙ্গে চাচাতো ভাই পাশের রামকৃষ্ণপুর গ্রামের রোকন মিয়ার দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধে ঈশ্বরগঞ্জের নান্দাইল আদালতে মামলা চলমান। গত বুধবার শহীদ মিয়ার জমি রোকন মিয়া জোরপূর্বক দখল করতে চান। তখন শহীদ ও তাঁর বড় ভাই রফিকের ছেলে শাহীন মিয়া বাধা দেন। এতে রোকনের লোকজন মারধর করে শহীদ ও শাহীনকে। 

শহীদের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনোয়ারা বেগম স্বামীকে বাঁচাতে এসে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় ব্যাপক রক্তপাত হলে তাঁকে নান্দাইল হাসপাতালে আনা হয়। পরে গতকাল শনিবার সন্ধ্যার দিকে মৃত বাচ্চা প্রসব করেন আনোয়ারা। 

মারধরের ঘটনায় গত শুক্রবার শহীদের বড় ভাই রফিক রোকনকে প্রধান করে ১৭ জনের নামে মামলা দায়ের করেন। 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আকাঈদ বলেন, ‘মৃত বাচ্চা প্রসব হয়েছে সেটা জানি। তবে কিছু বলতে পারব না। সেটা আদালতের বিষয়।’ 

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ‘অভিযুক্তরা এলাকা ছেড়ে গেছেন। নবজাতকের মৃত্যুর ঘটনায় এখন মামলাটিতে নতুন ধারা সংযুক্ত হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত