Ajker Patrika

১১ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র নাঈমের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলে জুবায়ের আহম্মেদ নাঈম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার ৪ দিন পর নাঈমের বড় ভাই মেহেদী হাসান নান্দাইল থানায় সাধারণ ডায়েরি করেন। 

ডায়েরি সূত্রে জানা যায়, জুবায়ের আহম্মেদ নাঈম উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইন্নস আলীর ছেলে। সে শেরপুর ইউনিয়নের পাছরুখী ইউনুসিয়া এশাতুল উলুম তালতলা মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করত। গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। 

নিখোঁজ হওয়া পর আত্মীয়স্বজন ও আশপাশে খোঁজ নিয়েও সন্ধান পাইনি তার পরিবার। পরে গত ১২ ফেব্রুয়ারি নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ৩২৮। নিখোঁজের সময় নাঈমের পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। উচ্চতা ৪ ফুট, হালকা পাতলা চেহারা ও গায়ের রং ফরসা। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় তার বড় ভাই জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত