জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস, মূর্তি হস্তান্তর
নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তিন বছর ধরে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ও ১৬ ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।