Ajker Patrika

জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস, মূর্তি হস্তান্তর

নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি
জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস, মূর্তি হস্তান্তর

নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তিন বছর ধরে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ও ১৬ ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০১৯ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার করা মাদকদ্রব্য গতকাল ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ১৬০ টাকা।

বিজিবির দেওয়া তথ্যমতে, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ৯০৯টি, ভারতীয় মদ ৬ হাজার ৫০১ বোতল, গাঁজা ১৭৯ কেজি, ফেনসিডিল ২৪ হাজার ২০৫ বোতল, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৭৪৬টি, নেশাজাতীয় সিরাপ ১০ হাজার ৮৬০ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ১১ হাজার ৮৪৮টি, হেরোইন ৭৭ পুরিয়া, গুঁড়া তামাক ১৬৫, পাতার বিড়ি ৪১ হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১ কেজি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, পিএসসি। 
এ সময় রাজশাহীর বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক, নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি কর্তৃক উদ্ধার করা ছয়টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত