যে কারণে ভ্রমণে উৎসাহ দেয় ইসলাম
মানুষ পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে জন্মালেও আমৃত্যু সেখানে পড়ে থাকে না। জানতে, দেখতে ও উপভোগ করতে মানুষ ছুটে যায় পৃথিবীর দিক-দিগন্তে। কখনো ব্যক্তিগত প্রয়োজনে, কখনো ধর্মীয় কিংবা সামাজিক কর্তব্য পালনে মানুষকে যেতে হয় বহু দূর। এটিই ভ্রমণ। ইসলাম ভ্রমণে উৎসাহ দেয়। পবিত্র কোরআনের বহু স্থানে