এক অজু দিয়ে কি একাধিক নামাজ আদায় করা জায়েজ?
উমায়ের হান্নান, কুমিল্লা
অজু থাকলেও প্রতি নামাজের জন্য আলাদা অজু করা উত্তম। এটি মহানবী (সা.)-এর সুন্নত। তবে সাহাবায়ে কেরামের অনেকেই এক অজু দিয়ে একাধিক নামাজ আদায় করেছেন এবং মহানবী (সা.) তাতে সম্মতি দিয়েছেন। ফলে এক অজু নিয়ে একাধিক নামাজ আদায় করাও জায়েজ। মক্কা বিজয়ের দিন মহানবী (সা.) এক অজু দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন।
আনাস ইবন মালিক (রা.) বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্ত নামাজের সময় নতুন করে অজু করতেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমাদের অজু নষ্ট না হলে একই অজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে নিই।’ (তিরমিজি)
রাসুলুল্লাহ (সা.)-এর এক অজু দিয়ে দিনের সব নামাজ আদায় করার কথা হাদিসে এসেছে। সুলাইমান ইবনে বুরাইদা (রা.) থেকে তাঁর বাবার সূত্রে বর্ণিত, বুরাইদা বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে অজু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই অজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার ওপর মাসাহ করলেন। ওমর (রা.)
বলেন, আপনি এমন একটি কাজ করলেন, যা এর আগে কখনো করেননি। রাসুল (সা.) বলেন, আমি ইচ্ছা করেই (উম্মতের সুবিধার জন্য) এটা করলাম।’ (তিরমিজি)
ভ্রমণকালীন নামাজের কাজা আদায়ের বিধান
প্রশ্ন: কয়েক দিন আগে আমি ঢাকা থেকে কক্সবাজার যাই। আসা-যাওয়ার পথে আমার কয়েক রাকাত নামাজ কাজা হয়ে যায়। এখন আমি সেই নামাজ কি সফরের নিয়মে পড়ব, না স্বাভাবিক নিয়মে?
কাজী হাসান, ঢাকা
৭৮ কিলোমিটার দূরে ভ্রমণের নিয়তে বের হলে নিজের শহর থেকে বের হওয়ার পর থেকে আপনি মুসাফির। তাই পথের নামাজগুলো সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, চার রাকাতের ফরজ নামাজগুলো আপনাকে দুই রাকাতই আদায় করতে হবে। এ সময় চার রাকাতের কোনো ফরজ নামাজ কাজা হয়ে গেলে বাড়িতে এসে তা সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, ৪ রাকাত নামাজের কাজা দুই রাকাতই আদায় করতে হবে। কারণ সফর অবস্থায় আপনার জন্য দুই রাকাতই ফরজ হয়েছিল। আর কাজা নামাজ সেই সময়ের নিয়মেই আদায় করতে হবে, যেই সময়ে নামাজটি আপনার জন্য ফরজ ছিল। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
সূত্র: তাবয়িনুল হাকায়েক: ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৫২৩; হালবাতুল মুজাল্লি: ২/৫১৬।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
এক অজু দিয়ে কি একাধিক নামাজ আদায় করা জায়েজ?
উমায়ের হান্নান, কুমিল্লা
অজু থাকলেও প্রতি নামাজের জন্য আলাদা অজু করা উত্তম। এটি মহানবী (সা.)-এর সুন্নত। তবে সাহাবায়ে কেরামের অনেকেই এক অজু দিয়ে একাধিক নামাজ আদায় করেছেন এবং মহানবী (সা.) তাতে সম্মতি দিয়েছেন। ফলে এক অজু নিয়ে একাধিক নামাজ আদায় করাও জায়েজ। মক্কা বিজয়ের দিন মহানবী (সা.) এক অজু দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন।
আনাস ইবন মালিক (রা.) বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্ত নামাজের সময় নতুন করে অজু করতেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমাদের অজু নষ্ট না হলে একই অজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে নিই।’ (তিরমিজি)
রাসুলুল্লাহ (সা.)-এর এক অজু দিয়ে দিনের সব নামাজ আদায় করার কথা হাদিসে এসেছে। সুলাইমান ইবনে বুরাইদা (রা.) থেকে তাঁর বাবার সূত্রে বর্ণিত, বুরাইদা বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে অজু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই অজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার ওপর মাসাহ করলেন। ওমর (রা.)
বলেন, আপনি এমন একটি কাজ করলেন, যা এর আগে কখনো করেননি। রাসুল (সা.) বলেন, আমি ইচ্ছা করেই (উম্মতের সুবিধার জন্য) এটা করলাম।’ (তিরমিজি)
ভ্রমণকালীন নামাজের কাজা আদায়ের বিধান
প্রশ্ন: কয়েক দিন আগে আমি ঢাকা থেকে কক্সবাজার যাই। আসা-যাওয়ার পথে আমার কয়েক রাকাত নামাজ কাজা হয়ে যায়। এখন আমি সেই নামাজ কি সফরের নিয়মে পড়ব, না স্বাভাবিক নিয়মে?
কাজী হাসান, ঢাকা
৭৮ কিলোমিটার দূরে ভ্রমণের নিয়তে বের হলে নিজের শহর থেকে বের হওয়ার পর থেকে আপনি মুসাফির। তাই পথের নামাজগুলো সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, চার রাকাতের ফরজ নামাজগুলো আপনাকে দুই রাকাতই আদায় করতে হবে। এ সময় চার রাকাতের কোনো ফরজ নামাজ কাজা হয়ে গেলে বাড়িতে এসে তা সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, ৪ রাকাত নামাজের কাজা দুই রাকাতই আদায় করতে হবে। কারণ সফর অবস্থায় আপনার জন্য দুই রাকাতই ফরজ হয়েছিল। আর কাজা নামাজ সেই সময়ের নিয়মেই আদায় করতে হবে, যেই সময়ে নামাজটি আপনার জন্য ফরজ ছিল। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
সূত্র: তাবয়িনুল হাকায়েক: ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৫২৩; হালবাতুল মুজাল্লি: ২/৫১৬।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫