মানিকগঞ্জের ঘোড়ার গাড়ি
গ্রামের নাম ধামশ্বর, উপজেলা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। এ গ্রামের সখিনা বেগমের বয়স আনুমানিক ৮৫ বছর। এ বয়সে মানুষের স্মৃতিচারণা ছাড়া তেমন কিছু করার থাকে না। সখিনা বেগমও স্মৃতির সাগরে ডুবে দিয়ে জানালেন তাঁর ছোটবেলার কথা। বললেন, ছোটবেলায় বাবার সঙ্গে দূরে কোথাও গেলে ঘোড়ার গাড়িতে যেতেন তিনি।