রোদের তেজে পুড়ছে খেতের ফসল
চলমান তাপপ্রবাহে নরসিংদীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসলের খেত। টানা রোদে পুড়ে যাচ্ছে গাছ। ঝরে পড়ছে লিচু, আম, লটকনসহ অপরিপক্ব মৌসুমি ফল।অন্যদিকে কুষ্টিয়ায় পুড়ে গেছে চরাঞ্চলের বাদামের খেত। ব্যাহত হচ্ছে পাট, মরিচ ও ধানের চাষ। জমিতে সেচ দেওয়া হলেও প্রচণ্ড রোদের তেজে পানি বেশিক্ষণ থাকছে না।