পুরুষের অর্ধেক মজুরি নারীর
শেষ রাতে ঘুম থেকে উঠতে হয় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রোজিনা, সালেকা, জবেদাদের। ঘুম থেকে উঠে পরিবারের কাজ শেষ করে সকাল সকাল জীবিকার তাগিদে ছুটতে হয় তাঁদের। কেউ যান মরিচ তোলার কাজে, কেউ যান ভুট্টা সংগ্রহে, কেউ ইটভাটায়, আবার কেউ সড়ক মেরামতের কাজ করেন।