Ajker Patrika

জামালপুরে আসন কমানোয় ক্ষোভ, আন্দোলনের হুমকি

জাহাঙ্গীর আলম, জামালপুর
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ১১
জামালপুরে আসন কমানোয় ক্ষোভ, আন্দোলনের হুমকি

জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিল করায় স্থানীয় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন এই অঞ্চলের ট্রেনযাত্রীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জানা গেছে, জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলের জন্য এই অঞ্চলের মানুষ ট্রেন ভ্রমণকে সবচেয়ে বেশি আরামদায়ক, স্বাচ্ছ্যন্দ ও নিরাপদ মনে করে।

আর তাই বাসের পরিবর্তে প্রতিদিন শত শত মানুষ ট্রেনযোগে জামালপুর রেলওয়ে জংশন থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচল করে থাকে। ট্রেনযাত্রীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ ১৯ মে জামালপুর থেকে ঢাকার জন্য নির্ধারিত ‘ঠ’ বগির ৬০টি আসনই বাতিল করে। রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতবাক এ অঞ্চলের যাত্রীরা।

জামালপুর রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী গোলাম মোর্তজা বলেন, ‘আগে জামালপুর থেকে ঢাকা যাওয়ার জন্য আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে ১২০টি আসন বরাদ্দ থাকলেও ১৯ মে থেকে তা কমিয়ে ৬০টি করা হয়েছে।’

জামালপুরের মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, রেল কর্তৃপক্ষ আসন বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

জামালপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ডাক্তার আব্দুস সাত্তার বলেন, ‘যেহেতু কাউন্টারে এই ট্রেনের টিকিট পাওয়া যায় না, তিস্তা ট্রেনের টিকিটের সংখ্যা কমে যাওয়ায় বাইরে থেকেও এখন আর টিকিট সংগ্রহ করা যাবে না। ’

জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডল বলেন, যেখানে ট্রেনে আসন বৃদ্ধি করা জরুরি, সেখানে উল্টো কমিয়ে দিয়ে রেল কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।

জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. আছাদ-উজ জামান বলেন, ‘যাত্রার নির্ধারিত তারিখের পাঁচ দিন আগে এই ট্রেনের অগ্রিম টিকিট কাটার জন্য প্রতিদিন সকালে কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ভিড় সামাল দিতে আমাদের তখন রীতিমতো হিমশিম খেতে হয়। অথচ হঠাৎই এই ট্রেনের আসন সংখ্যা অর্ধেকে নেমে আসায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও যাত্রীরা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত