আগের সরকার ‘আর্থিক সংকটের তথ্য’ ধামাচাপা দিতে চেয়েছিল: রনিল
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, ‘পূর্ববর্তী প্রশাসন দেশটির ‘আর্থিক সংকটের তথ্য’ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। গোতাবায়া সরকার সত্য বলেনি। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, এই সত্য সঠিক সময়ে জানাননি।