Ajker Patrika

সরকার দেউলিয়া হতে বসেছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২২, ১৬: ৪৫
Thumbnail image

দেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে আর মাত্র ৫ থেকে ৬ মাস বিদেশি ব্যয় মেটানো যাবে। সরকার দেউলিয়া হতে বসেছে। সরকারি ও আধা সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করে দিয়েছে। কেননা, তাঁদের কাছে বিদেশি ডলার নেই। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘করোনার সময় সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নাকি ভালো আছে। যখন বৈদেশিক মুদ্রা কমার কথা তখন নাকি আরও বাড়ছে। সরকার আসলে মিথ্যা কথা বলেছে। সরকার জিডিপি, রিজার্ভের কথা বলে আমাদের মিথ্যা তথ্য দেয়।’ 

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘এখন আমাদের যথেষ্ট পরিমাণে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয়। আমদানি যদি করতে হয় ১০ টাকার, সরকারের ব্যবসায়ীরা সেটাকে বলে ১৬ টাকা। বাকি ৬ টাকা তাঁরা পাচার করে। সরকারি ব্যাংক থেকে প্রতিবছর ৭০ হাজার থেকে ১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। এ ছাড়া হুন্ডির মাধ্যমে ও বিভিন্ন উপায়ে আরও লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সরকার এ সম্পর্কে কিছু জানে না।’ 

প্রধানমন্ত্রীর সমালোচনা করে মান্না বলেন, ‘তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী বলেন পদ্মা সেতুতে নিয়ে চুবানো দরকার। কতটুকু নির্লজ্জ হলে তিনি এ কথা বলতে পারেন। পুরো পৃথিবীর মানুষ যেখানে ড. ইউনূসকে বাঁচিয়ে রাখতে চায়, সেখানে তিনি ড. ইউনূসকে চুবিয়ে মারতে চান। ড. ইউনূস যে আমেরিকা কিংবা বিশ্বব্যাংককে বুঝিয়েছে পদ্মা সেতুতে টাকা না দেওয়ার জন্য, সেটা আমরা বিশ্বাস করি না।’ 

সরকারের কাছে পদ্মা সেতুর ব্যয় কত বছরে মেটানো যাবে, তার হিসাব নেই উল্লেখ করে মান্না বলেন, ‘যখন আপনারা পদ্মা সেতু বানানোর কাজ শুরু করেছিলেন তখন বলেছিলেন ১২ হাজার কোটি টাকায় আপনারা এই কাজ করতে পারবেন। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে এই সেতুর পেছনে খরচ হয়েছে ৪২ হাজার কোটি টাকা। ১৫ থেকে ২০ বছর কিংবা তার থেকেও বেশি সময় লাগতে পারে এই টাকা পরিশোধ করতে।’ 

মানববন্ধনে নাগরিক যুব ঐক্যের সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ বলেন, ‘সন্তানকে খাবার দিতে না পেরে অনেক মা-বাবা আত্মহত্যা করছে। আপনারা দেশ চালাতে পারছেন না, আপনারা ব্যর্থ। আপনারা রিকশাচালক, বাস ড্রাইভারদের সরকার না। আপনারা হয় ক্ষমতা ছেড়ে দিন নইলে আমরা টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেব।’ 

নাগরিক যুব ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিটি কাজে প্রমাণ দিয়েছে তারা জনগণের সরকার না। ঢাকা শহরে উন্নয়ন নেই, গজব আছে। সেই গজবে ঢাকা শহর পৃষ্ঠ। সেটা থেকে মুক্তি পেতে হলে দরকার হাসিনা সরকারের বিদায়। এই পি কে হালদাররা টাকা পাচার করে দেশ বিক্রি করে দিচ্ছে। আওয়ামী লীগ বলছে তারা মুক্তিযুদ্ধের ধারক-বাহক কিন্তু তারাই মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত