ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাঙচুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি গাড়িতে রামদা, লম্বা ছুরি নিয়ে হামলা চালায় চার-পাঁচজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের ছোট দারোগার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটে। এ সময় গাড়িতে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকতে না পেরে জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়।