Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাঙচুর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি গাড়িতে রামদা, লম্বা ছুরি নিয়ে হামলা চালায় চার-পাঁচজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের ছোট দারোগার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটে। এ সময় গাড়িতে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকতে না পেরে জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়।

ঘটনার শিকার মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, সড়কে ঢাকামুখী লেনে জ্যামের কারণে থেমে থেমে গাড়ি চলছিল। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াল বাজারে হাইওয়ে থানার সামনে তাঁর গাড়িতে এই হামলা চালানো হয়। ডাকাতির উদ্দেশ্যে গাড়ির দরজা খোলার চেষ্টা চালায় তারা। একই সময়ে পেছনের কয়েকটি গাড়িতে ডাকাতি করে যাত্রীদের মালামাল কেড়ে নেয় তারা।

আবদুর রহমান ঈশান আরও বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে চলে এসেছি। পরে পুলিশ এসে কাউকে আটক করেছে কি না, জানি না। রাতবিরাতে মহাসড়কে চলাচল অনিরাপদ হয়ে ওঠায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে। হাইওয়ে থানার পাশে এ ধরনের গণডাকাতির মতো ঘটনায় আতঙ্কিত যাত্রীসাধারণ।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীতঈশান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জানে বেঁচে ফিরেছি। কয়েক দিন পরপর এজাতীয় ঘটনা ঘটে। থানা-পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ‘ডাকাতির মতো কোনো ঘটনার খবর পাইনি। সড়কে জ্যাম থাকায় পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত