সেচযন্ত্র লুট, ধানি জমি চৌচির
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রামে একটি হত্যাকাণ্ডের জেরে বাড়িঘর লুটপাট, মাঠের সেচযন্ত্র লুট ও পাইপ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সেচসংকটে পড়েছে দু শ বিঘা ধানখেত। খেতে সেচ না দেওয়ায় জমি শুকিয়ে ধানের চারাগাছ মাঠেই মারা যাচ্ছে।