Ajker Patrika

কেরোসিন ঢেলে ঘরে আগুন

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৫১
কেরোসিন ঢেলে ঘরে আগুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি বসতবাড়ির টিনের ঘরের বেড়ায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রামে হাসান আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসান আলমের চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে অল্পের জন্য রক্ষা পেল চারটি প্রাণ।

ভুক্তভোগী নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাসান আলম (৩৫) ও স্ত্রী শিউলি বেগম (২৫) জানান, তাঁরা প্রতিদিনের মতো রাতে ছেলে সোহান ও মেয়ে সোহানাকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে মেয়ের ঘুম ভেঙে যায়। রাত আড়াইটার দিকে বৃষ্টির ফোঁটা টিনের চালে পড়ছে মনে করে ঘর থেকে বের হলে দেখেন বেড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাঁরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সাবেক নারী মেম্বার মিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘আমার ঘুম কম হয়, রাত আড়াইটার দিকে হাসানের চিৎকারে প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে। ভয়ে ঘর থেকে বের হইনি। পরে হাসানের আগুন আগুন চিৎকারে ঘর থেকে বের হলে দেখি প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে।’

লৌহজং থানার এএসআই মো. রফিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবেধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত