Ajker Patrika

গুরুদাসপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৬
গুরুদাসপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। তাঁর মাথার সিটি স্ক্যানে ধরা পড়ে, মাথার দুটি হাড় ভেঙে গেছে। তিন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। হামলা ভেঙে গেছে বা পা। রামেক হাসপাতালের নিউরো সার্জারি ও অর্থো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের প্রধান আলমগীর হোসেন বলেন, আব্দুল আজিজের পায়ের অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু পায়ে ক্ষত রয়েছে। তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। ক্ষত না শুকানো পর্যন্ত অস্ত্রোপচার করা যাচ্ছে না। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির বলেন, আব্দুল আজিজের মাথায় তিন জায়গায় কোপের চিহ্ন আছে। ১২টা সেলাই করা হয়েছে। মাথার দুইটা হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনপি নেতা আব্দুল আজিজের সমর্থকেরা জানান, গ্রামের একটি জানাজা সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ। মন্তাজের বাড়ির সামনে পৌঁছালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর ওপর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

আব্দুল আজিজের ছেলে মাহামুদুজ্জামান সোহাগ বলেন, ‘বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। রামেক হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছি। আগে আব্বার চিকিৎসা করাচ্ছি। এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত