Ajker Patrika

পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাত করে আমান উল্লাহ আমান (১৭) নামে এক পোশাকশ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমান ঠাকুরগাঁও জেলার জৈবন নেসার ছেলে। সে মাসদাইর পাকাপুল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। তার মা-ও একই পোশাক কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, মাসদাইর এলাকায় স্থানীয় একটি ফার্মেসির সামনে রক্তাক্ত অবস্থায় এসে আমান উল্লাহ বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তার পেটে ছুরিকাঘাত ও দেহে রক্তক্ষরণ হতে দেখে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা প্রদনকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নার্স ননী গোপাল জানান, গুরুতর আহত আমান উল্লাহর বুকে পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো। অবস্থা গুরুতর থাকায় আহতকে ঢাকায় পাঠানোর আদেশ দেন চিকিৎসক ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত