‘কাকা, আমার আব্বাও নাই, ভাইও নাই, আমি এহন কী করব’
সাহেদ সর্দার বলেন, মুকসুদপুর থেকে ফরিদপুরের রাস্তায় শুধু ড্রাইভার ও মালিক সমিতির কারণে হাজারো মা-বোনকে জীবন দিতেছে হয়েছে। কারণ, কিছু ড্রাইভার লাইসেন্স ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এদের বিরুদ্ধে মালিক সমিতিও ব্যবস্থা নেয় না।