মেগানের অতিথি দীপিকা
মেগান মার্কেলের নতুন পডকাস্ট শো ‘আর্কিটাইপস’-এ অতিথি হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা ছাড়া এতে আরও থাকবেন সেরেনা উইলিয়ামস ও মারায়া ক্যারি। মেগান এই তিন তারকার সঙ্গে কথা বলবেন, সমাজে নারীদের যে ধরনের দ্বিচারিতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে। সম্প্রতি এর একটি টিজার প্রকাশ করেছেন মেগান। তা নিয়ে উচ্ছ্বস