Ajker Patrika

পাঠানের প্রথম গান ‘বেশরম রং’–এ দীপিকার ঝলক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬: ২১
পাঠানের প্রথম গান ‘বেশরম রং’–এ দীপিকার ঝলক

শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এর মধ্য দিয়েই চার বছর বিরতির পর রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। পাঠানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো দর্শকনন্দিত ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে লম্বা বিরতির পর পর্দায় ফিরছে এই জুটি।

গত ২ নভেম্বর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা ‘পাঠান’–এর টিজার প্রকাশ করেন। এরই মধ্যে গতকাল শুক্রবার এলো সিনেমাটির আরও একটি বড় খবর— মুক্তি পেতে যাচ্ছে ‘বেশরম রং’ শিরোনামে ছবিটির প্রথম গান। প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম এটি নিশ্চিত করেছে।

শাহরুখ অভিনীত পাঠান সিনেমার পোস্টার।আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেশরম রং’। ‘বেশরম রং’ গানটি চোখ ধাঁধানো সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। ‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক গতকালই সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম। এরপরেই ভক্তরা নানা মন্তব্য করছেন। ভক্তদের আর তর সইছে না ‘বেশরম রং’ মুক্তির! মন্তব্যে একজন লেখেন, ‘বাপরে! সকাল সকাল এর চেয়ে ভালো কিছু হতে পারে না!’ অপর একজন লেখেন, ‘ফাটাফাটি লাগছে দীপিকাকে, আমরা উদ্গ্রীব’।

গানটির ব্যাপারে এক টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘বেশরম রং-এর সময় এসে গেছে প্রায়! আগামী ১২ ডিসেম্বর এই গানটি মুক্তি পাবে!’ শাহরুখ আরও একবার আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির তারিখটি সবাইকে স্মরণ করান। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম।

 ‘পাঠান’–এর টিজার প্রকাশ করার পর টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তিনি লিখেছিলেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’ টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ।’

তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখের আরও দুটি ছবি। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী বছরের ২ জুন। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত