Ajker Patrika

বিশ্বকাপের সমাপনী মঞ্চে দীপিকা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯: ০৭
বিশ্বকাপের সমাপনী মঞ্চে দীপিকা

দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা বলিউড ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে অনেক আগেই। হলিউডের সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। এবার দীপিকার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। তাঁকে দেখা যাবে কাতার বিশ্বকাপের মঞ্চে!

কী করবেন তিনি সেখানে? ফিফা বিশ্বকাপে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? গতকাল বড় খবর দিলেন দীপিকা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকবেন তিনি। ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন। দীপিকাই সম্ভবত প্রথম অভিনেত্রী, যিনি এমন সম্মান পেতে চলেছেন। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

তার আগে কাতার যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ফাইনালের দিন স্টেডিয়ামভর্তি দর্শকের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তাঁর হাতেই।

ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।

 উল্লেখ্য, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অব বিউটি’র সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই প্রাপ্তি যোগ হয়েছে দীপিকার ক্যারিয়ারে। এবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলে তাঁর পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘পাঠান’। সঙ্গে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজে ব্যস্ত তিনি। এতে দীপিকা অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে। এ ছাড়া রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘সার্কাস’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত