দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা বলিউড ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে অনেক আগেই। হলিউডের সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। এবার দীপিকার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। তাঁকে দেখা যাবে কাতার বিশ্বকাপের মঞ্চে!
কী করবেন তিনি সেখানে? ফিফা বিশ্বকাপে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? গতকাল বড় খবর দিলেন দীপিকা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকবেন তিনি। ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন। দীপিকাই সম্ভবত প্রথম অভিনেত্রী, যিনি এমন সম্মান পেতে চলেছেন। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
তার আগে কাতার যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ফাইনালের দিন স্টেডিয়ামভর্তি দর্শকের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তাঁর হাতেই।
ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অব বিউটি’র সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই প্রাপ্তি যোগ হয়েছে দীপিকার ক্যারিয়ারে। এবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলে তাঁর পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘পাঠান’। সঙ্গে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজে ব্যস্ত তিনি। এতে দীপিকা অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে। এ ছাড়া রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘সার্কাস’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।
দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা বলিউড ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে অনেক আগেই। হলিউডের সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। এবার দীপিকার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। তাঁকে দেখা যাবে কাতার বিশ্বকাপের মঞ্চে!
কী করবেন তিনি সেখানে? ফিফা বিশ্বকাপে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? গতকাল বড় খবর দিলেন দীপিকা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকবেন তিনি। ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন। দীপিকাই সম্ভবত প্রথম অভিনেত্রী, যিনি এমন সম্মান পেতে চলেছেন। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
তার আগে কাতার যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ফাইনালের দিন স্টেডিয়ামভর্তি দর্শকের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তাঁর হাতেই।
ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অব বিউটি’র সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই প্রাপ্তি যোগ হয়েছে দীপিকার ক্যারিয়ারে। এবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলে তাঁর পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘পাঠান’। সঙ্গে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজে ব্যস্ত তিনি। এতে দীপিকা অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে। এ ছাড়া রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘সার্কাস’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫