Ajker Patrika

‘বেশরম’ শাহরুখ-দীপিকায় মজেছে দর্শক

‘বেশরম’ শাহরুখ-দীপিকায় মজেছে দর্শক

‘পাঠান’ নিয়ে চর্চা চলছে চারদিকে। অনেক দিন পর বড় পর্দায় বলিউড বাদশা শাহরুখ খান। সে কারণে ভক্তদের আগ্রহ তো ছিলই, ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ সে আগ্রহকে উসকে দিয়েছে আরও। এ গানে সোনালি আর হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন দীপিকা পাড়ুকোন। শাহরুখও কম যাননি, পুরো গানে তিনিও ধরা দিলেন উষ্ণ মেজাজে। গতকাল দুপুরে গানটি প্রকাশের পর থেকে ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই ‘বেশরম রং’ দেখে ফেলেছেন ৩০ লাখের বেশি দর্শক। ধারণা করা হচ্ছে, গানটি ভিউয়ের দিক থেকে রেকর্ড করবে ইউটিউবে।

‘হামে তো লুট লিয়া’ গানের লাইনে ঠোঁট মেলাতে মেলাতে সমুদ্রের মাঝে শাহরুখের সঙ্গে ভরপুর রোমান্সে মজলেন দীপিকা। কুমারের লেখা ‘বেশরম রং’ গানটিতে সুর করেছেন বিশাল ও শেখর।

গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।

প্রসঙ্গত, নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। ‘পাঠান’ হয়ে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। বলিউডে শাহরুখ তিন দশক পার করে ফেলেছেন। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার যন্ত্রণাও সইতে হয়েছে তাঁকে। তবে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার সমালোচনা মেনে নিতে পারেননি কিং খান। অভিনয়ে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তখন। এবার পুরোপুরি অ্যাকশনের ওপরই ভরসা রেখেছেন শাহরুখ।

‘পাঠান’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে গুপ্তচরের চরিত্রে। নিজের দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে যে মরিয়া। সঙ্গে আছেন জন আব্রাহাম। পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত