‘পাঠান’ নিয়ে চর্চা চলছে চারদিকে। অনেক দিন পর বড় পর্দায় বলিউড বাদশা শাহরুখ খান। সে কারণে ভক্তদের আগ্রহ তো ছিলই, ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ সে আগ্রহকে উসকে দিয়েছে আরও। এ গানে সোনালি আর হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন দীপিকা পাড়ুকোন। শাহরুখও কম যাননি, পুরো গানে তিনিও ধরা দিলেন উষ্ণ মেজাজে। গতকাল দুপুরে গানটি প্রকাশের পর থেকে ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই ‘বেশরম রং’ দেখে ফেলেছেন ৩০ লাখের বেশি দর্শক। ধারণা করা হচ্ছে, গানটি ভিউয়ের দিক থেকে রেকর্ড করবে ইউটিউবে।
‘হামে তো লুট লিয়া’ গানের লাইনে ঠোঁট মেলাতে মেলাতে সমুদ্রের মাঝে শাহরুখের সঙ্গে ভরপুর রোমান্সে মজলেন দীপিকা। কুমারের লেখা ‘বেশরম রং’ গানটিতে সুর করেছেন বিশাল ও শেখর।
গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
প্রসঙ্গত, নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। ‘পাঠান’ হয়ে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। বলিউডে শাহরুখ তিন দশক পার করে ফেলেছেন। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার যন্ত্রণাও সইতে হয়েছে তাঁকে। তবে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার সমালোচনা মেনে নিতে পারেননি কিং খান। অভিনয়ে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তখন। এবার পুরোপুরি অ্যাকশনের ওপরই ভরসা রেখেছেন শাহরুখ।
‘পাঠান’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে গুপ্তচরের চরিত্রে। নিজের দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে যে মরিয়া। সঙ্গে আছেন জন আব্রাহাম। পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
‘পাঠান’ নিয়ে চর্চা চলছে চারদিকে। অনেক দিন পর বড় পর্দায় বলিউড বাদশা শাহরুখ খান। সে কারণে ভক্তদের আগ্রহ তো ছিলই, ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ সে আগ্রহকে উসকে দিয়েছে আরও। এ গানে সোনালি আর হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন দীপিকা পাড়ুকোন। শাহরুখও কম যাননি, পুরো গানে তিনিও ধরা দিলেন উষ্ণ মেজাজে। গতকাল দুপুরে গানটি প্রকাশের পর থেকে ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই ‘বেশরম রং’ দেখে ফেলেছেন ৩০ লাখের বেশি দর্শক। ধারণা করা হচ্ছে, গানটি ভিউয়ের দিক থেকে রেকর্ড করবে ইউটিউবে।
‘হামে তো লুট লিয়া’ গানের লাইনে ঠোঁট মেলাতে মেলাতে সমুদ্রের মাঝে শাহরুখের সঙ্গে ভরপুর রোমান্সে মজলেন দীপিকা। কুমারের লেখা ‘বেশরম রং’ গানটিতে সুর করেছেন বিশাল ও শেখর।
গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
প্রসঙ্গত, নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। ‘পাঠান’ হয়ে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। বলিউডে শাহরুখ তিন দশক পার করে ফেলেছেন। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার যন্ত্রণাও সইতে হয়েছে তাঁকে। তবে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার সমালোচনা মেনে নিতে পারেননি কিং খান। অভিনয়ে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তখন। এবার পুরোপুরি অ্যাকশনের ওপরই ভরসা রেখেছেন শাহরুখ।
‘পাঠান’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে গুপ্তচরের চরিত্রে। নিজের দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে যে মরিয়া। সঙ্গে আছেন জন আব্রাহাম। পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫