Ajker Patrika

বিতর্কের মাঝেই নতুন গান নিয়ে হাজির শাহরুখ-দীপিকা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৯: ০৩
বিতর্কের মাঝেই নতুন গান নিয়ে হাজির শাহরুখ-দীপিকা

চার বছরের বেশি সময় পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমা মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এর আগেই ‘পাঠান’ নিয়ে চর্চা চলছে চারদিকে। ১২ ডিসেম্বর এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ পাওয়ার পর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। অশ্লীলতার অভিযোগে ‘পাঠান’কে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এমনকি শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন উত্তর প্রদেশের এক সাধু। তাঁর অভিযোগ, সিনেমাটিতে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে।

চারদিকে যখন ‘বেশরম রং’ গানটি নিয়ে তুমুল বিতর্ক, তখনই সিনেমার দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ নিয়ে হাজির শাহরুখ-দীপিকা। জমজমাট নাচের এই গানে শাহরুখ ও দীপিকার নাচ ও পশ্চিমা ধাঁচের পোশাক দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। শাহরুখ-দীপিকার পেছনে নাচতে দেখা গেছে এক ঝাঁক নৃত্যশিল্পীকে। ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে এর ভিডিও। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে সঙ্গ দিয়েছেন সুকৃতি কক্কর। গানটির সংগীত পরিচালক বিশাল দাদলানি ও শেখর রাভজিভানি। তাঁরাও গানের কিছুটা অংশ গেয়েছেন। গানের কথা লিখেছেন কুমার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুক্তি পরপরই গানটি লুফে নিয়েছে নেটিজেনরা। প্রথম চার ঘণ্টার মধ্যেই ৫০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন নতুন এই গান। ধারণা করা হচ্ছে, গানটি ভিউয়ের দিক থেকে ‘বেশরম রং’কে ছাড়িয়ে যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, আশুতোষ রানাসহঅনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত