ধানের দামে হতাশ দিনাজপুরের কৃষকেরা
‘ধানের যে দাম চলেছে এই দাম হিসাবে তো পোষায় না। গোটা ধানের মৌসুমটাত কোন পানি (বৃষ্টি) নাই, আর কাটিবার সময় ধানতো শুতি (হেলে পড়েছে) গেল। এক বিঘা জমির ধান কাটিতে আট-নয় হাজার টাকা লাগিছে। ধানের দাম চলেছে ৮০০ সাড়ে ৮০০ টাকা মণ। তো গেরস্থক (জমির মালিক) দিমো কি আর হামার থাকিবে কি? জমি যদি নিজের হয় তাইলে কিছু