যে সিনেমা রক্ষা করল মালয়ালম ইন্ডাস্ট্রিকে
মালয়ালম ইন্ডাস্ট্রি ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় একেবারেই আলাদা। বলিউড, তেলুগু, তামিলের মতো বিপুল বাজেট পায় না এ ইন্ডাস্ট্রি। সীমিত বাজেটে নিজেদের গল্পগুলোই তুলে আনেন এখানকার নির্মাতারা। ফলে মালয়ালম সিনেমাগুলোর গল্প যেমন প্রশংসিত হয়, ভালো ব্যবসাও করে