Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

আপডেট : ২৯ মে ২০২৩, ১৫: ৫৪
সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সর্বানন্দ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হায়দরাবাদের জুবিলি হিলসের রাস্তায় তাঁর গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে। তারপরেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিনেতার জন্য দুশ্চিন্তায় রয়েছেন তাঁর ভক্তরা। তাই অভিনেতা নিজের স্বাস্থ্য সম্পর্কে সম্প্রতি একটি বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে সর্বানন্দ লিখেছেন, ‘আমাকে নিয়ে একটি সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়েছে আজ। যদিও দুর্ঘটনাটি খুব গুরুতর ছিল না। আমি একদম ঠিক আছি, বাড়িতেই নিরাপদে আছি। সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমি পুরোপুরি সুস্থ। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকলকে ভালোবাসা জানাই আমার স্বাস্থ্য নিয়ে এত ভাবার জন্য।’

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, হায়দরাবাদের ফিল্ম সিটির কাছে হঠাৎ সর্বানন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পরেই স্থানীয়রাই নায়কের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরাই প্রাথমিক চিকিৎসা দিয়ে সর্বানন্দকে হাসপাতালে নিয়ে যান। তখনই দ্রুত এই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা।

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সর্বানন্দের গাড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে পার্ক করানো আছে গাড়িটি। এয়ার ব্যাগগুলো বের করা হয়েছে। দেখেই মন হবে যে দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল।

সম্প্রতি অভিনেতা সর্বানন্দ তাঁর ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করেছেন। অভিনেতাকে শেষবার ঋতু ভার্মার বিপরীতে ‘ওকে ওকে জীবথাম’-এ দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর পরবর্তী দুটি সিনেমা ‘কানম’ এবং ‘শারওয়া ৩৫’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত