বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ কে গত সোমবার নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’ নিষিদ্ধের প্রতিবাদে এবার আইনে পথে হাঁটবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে এই ঘটনার বিরোধিতা করেছে সর্বভারতীয় প্রোডিউসার গিল্ডও।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে ছবি নিষিদ্ধ করা হয়েছে। এতে যে দৃশ্য দেখানো হয়েছে, তা শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।
নিষিদ্ধের প্রতিবাদে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনোরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।’ সুদীপ্ত সেন আরও বলেন, ‘মমতাদির কাছে আমার একটাই অনুরোধ। ছবিটা আগেই দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।’
ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গত শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন। অন্যদিকে, বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। ইতিমধ্যেই ৫৬ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হওয়ার ঘটনার বিরোধিতা করছেন সিনেমাশিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাণী ত্রিপাঠী জানান, ‘উনি দর্শকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন। আর এটা কিন্তু প্রকারান্তরে ছবির ভাগ্য নির্ধারণ করছে। উনি সেটা করতে পারেন না। আমিও সেটা করতে পারি না। এমনকি এই ছবির প্রযোজকও সেটা পারেন না। এটা একমাত্র ঠিক করতে পারেন দর্শকেরা। দর্শকদের ওপরই ছেড়ে দেওয়া উচিত, তাঁরা ছবি দেখবেন, নাকি দেখবেন না।’
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
আরও পড়ুন
এবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দাদের সতর্কবার্তা
সংঘাতের আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র বাজিমাত
বিতর্কের উত্তাপে কেরালা স্টোরি
ভারতজুড়ে তোলপাড় যে সিনেমায়
বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ কে গত সোমবার নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’ নিষিদ্ধের প্রতিবাদে এবার আইনে পথে হাঁটবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে এই ঘটনার বিরোধিতা করেছে সর্বভারতীয় প্রোডিউসার গিল্ডও।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে ছবি নিষিদ্ধ করা হয়েছে। এতে যে দৃশ্য দেখানো হয়েছে, তা শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।
নিষিদ্ধের প্রতিবাদে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনোরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।’ সুদীপ্ত সেন আরও বলেন, ‘মমতাদির কাছে আমার একটাই অনুরোধ। ছবিটা আগেই দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।’
ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গত শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন। অন্যদিকে, বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। ইতিমধ্যেই ৫৬ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হওয়ার ঘটনার বিরোধিতা করছেন সিনেমাশিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাণী ত্রিপাঠী জানান, ‘উনি দর্শকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন। আর এটা কিন্তু প্রকারান্তরে ছবির ভাগ্য নির্ধারণ করছে। উনি সেটা করতে পারেন না। আমিও সেটা করতে পারি না। এমনকি এই ছবির প্রযোজকও সেটা পারেন না। এটা একমাত্র ঠিক করতে পারেন দর্শকেরা। দর্শকদের ওপরই ছেড়ে দেওয়া উচিত, তাঁরা ছবি দেখবেন, নাকি দেখবেন না।’
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।
আরও পড়ুন
এবার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দাদের সতর্কবার্তা
সংঘাতের আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র বাজিমাত
বিতর্কের উত্তাপে কেরালা স্টোরি
ভারতজুড়ে তোলপাড় যে সিনেমায়
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১৭ মিনিট আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৪১ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৫ ঘণ্টা আগে