Ajker Patrika

বলিউড কাঁপাবেন জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘আরআরআর’ সিনেমার হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তেলুগু সিনেমার অভিনেতা জুনিয়র এনটিআর। এ সিনেমা তাঁকে পৌঁছে দিয়েছে অস্কারের আসর পর্যন্ত। শনিবার ছিল এ অভিনেতার জন্মদিন। ওই দিনই তিনি ইঙ্গিত দিলেন বলিউড অভিষেকের। তা-ও হৃতিক রোশনের সঙ্গে! বলিউডে এখন জোর গুঞ্জন, হৃতিকের আলোচিত অ্যাকশন সিনেমা ‘ওয়ার ২’-তে থাকবেন জুনিয়র এনটিআর।

কয়েক বছর ধরে ভারতের বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণি সিনেমা। ভিন্নধর্মী গল্প, প্রাণবন্ত উপস্থাপনা আর অ্যাকশনের কারণে বেশির ভাগ দর্শকের আগ্রহ তামিল, তেলুগু কিংবা কন্নড় সিনেমার দিকে। বলিউডের নির্মাতারা তাই দক্ষিণি তারকাদের সঙ্গে কাজ করতেই আগ্রহ দেখাচ্ছেন বেশি। বলিউডের অনেক সিনেমায় এখন যুক্ত করা হচ্ছে দক্ষিণি তারকাদের। এই যেমন সালমান খানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অতিথিশিল্পী ছিলেন রামচরণ।

তবে এবার অতিথিশিল্পী নয়, হৃতিকের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। এ ঘোষণা হৃতিক দিয়েছেন ফিল্মি কায়দায়। এনটিআরের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে হৃতিক টুইট করেন, ‘আজকের দিনটা তোমার আনন্দে কাটুক, আর গোটা বছর ভরে থাকুক অ্যাকশনে। তোমার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করছি, বন্ধু।’ এ টুইটের জবাবে রহস্য জিইয়ে রেখে এনটিআর জানিয়েছেন, তিনিও সে মুহূর্তের জন্য দিন গুনছেন। স্পষ্ট করে না বললেও ভক্তরা বুঝে নিয়েছেন এই ‘যুদ্ধভূমি’ বলতে ‘ওয়ার’কেই বুঝিয়েছেন হৃতিক।

অতিথিশিল্পী নয়, হৃতিকের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। এ ঘোষণা হৃতিক দিয়েছেন ফিল্মি কায়দায়।

‘ওয়ার’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম আলোচিত সিনেমা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ারে মুখোমুখি অবস্থানে ছিলেন বলিউডের দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও টাইগার শ্রফ। চার বছর পর তৈরি হতে চলেছে এর সিক্যুয়েল। ওয়ারের প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর জায়গায় ‘ওয়ার ২’-তে পরিচালকের আসনে বসবেন অয়ন মুখোপাধ্যায়।

জুনিয়র এনটিআরের জন্মদিনে আরেকটি খবর এসেছে। নিজের পরবর্তী সিনেমার ফার্স্টলুক ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন অভিনেতা। কোরাটোলা শিবা পরিচালিত এ সিনেমার নাম ‘দেবরা’। মুক্তি পাবে আগামী বছরের ৪ এপ্রিল। পোস্টারে দেশি অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এনটিআরকে। ফার্স্টলুক থেকেই বোঝা যাচ্ছে আরও একটি দুর্দান্ত অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এ সিনেমা দিয়ে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। থাকবেন সাইফ আলী খানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত