দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর ৪০ তম জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে তাঁর ব্যবসাসফল সিনেমা ‘সিমহাদ্রি’। আর এই আনন্দে তাঁর ভক্তদের ফাটানো আতশবাজিতে ঘটে গেছে বিশাল এ দুর্ঘটনা। গতকাল শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার অপ্সরা সিনেমা হলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সিনেমা হলের বেশ কিছু আসন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঘটনার পর বাতিল করা হয়েছে সিনেমার প্রদর্শন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোনো আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানা যায়, দর্শকেরা প্রেক্ষাগৃহের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন। আর সেখান থেকেই আগুনের ঘটনাটি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে। প্রেক্ষাগৃহের বেশ কিছু আসন পুড়ে যায়।
‘সিমহাদ্রি’ সিনেমাটি ভারতের তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির প্রথম দিনেই সিমহাদ্রির বক্স অফিস কালেকশন ৫.১৪ কোটি রুপি বলে জানা গেছে।
প্রসঙ্গত জুনিয়র এনটিআর-অভিনীত ‘সিমহাদ্রি’ সিনেমাটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। ২০০৩ এটি ছিল জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বেঁধে রাজামৌলির দ্বিতীয় সিনেমা। এর আগে জুনিয়র এনটিআরকে নিয়ে ‘স্টুডেন্ট নম্বর ১ ’-শিরোনামের একটি সিনেমা তৈরি করেছিলেন রাজামৌলি।
জুনিয়র এনটিআর এই মুহূর্তে ব্যস্ত আছেন কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমা ‘দেভারা’র শুটিংয়ে। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর ৪০ তম জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে তাঁর ব্যবসাসফল সিনেমা ‘সিমহাদ্রি’। আর এই আনন্দে তাঁর ভক্তদের ফাটানো আতশবাজিতে ঘটে গেছে বিশাল এ দুর্ঘটনা। গতকাল শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার অপ্সরা সিনেমা হলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সিনেমা হলের বেশ কিছু আসন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঘটনার পর বাতিল করা হয়েছে সিনেমার প্রদর্শন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোনো আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানা যায়, দর্শকেরা প্রেক্ষাগৃহের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন। আর সেখান থেকেই আগুনের ঘটনাটি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে। প্রেক্ষাগৃহের বেশ কিছু আসন পুড়ে যায়।
‘সিমহাদ্রি’ সিনেমাটি ভারতের তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির প্রথম দিনেই সিমহাদ্রির বক্স অফিস কালেকশন ৫.১৪ কোটি রুপি বলে জানা গেছে।
প্রসঙ্গত জুনিয়র এনটিআর-অভিনীত ‘সিমহাদ্রি’ সিনেমাটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। ২০০৩ এটি ছিল জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বেঁধে রাজামৌলির দ্বিতীয় সিনেমা। এর আগে জুনিয়র এনটিআরকে নিয়ে ‘স্টুডেন্ট নম্বর ১ ’-শিরোনামের একটি সিনেমা তৈরি করেছিলেন রাজামৌলি।
জুনিয়র এনটিআর এই মুহূর্তে ব্যস্ত আছেন কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমা ‘দেভারা’র শুটিংয়ে। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৮ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে