টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়ারা, নিভু নিভু ভারতের আশা
সবকিছু ঠিক থাকলে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন ম্যাচের ফল হবে, এটাই ছিল অনুমেয়। দিনটায় এতটা রোমাঞ্চ ছড়াবে, সেটি হয়তো চিন্তার করার লোক কমই ছিল। কিন্তু ম্যাচটা তো বিশেষ ‘তকমা’ পাওয়া—চোকার দক্ষিণ আফ্রিকা ও আনপ্রেডিক্টেবল পাকিস্তানের। অগ্রিম কিছু ভেবে থাকলেও মুহূর্তেই সেই ভাবনা বদলে যেতে....