দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।
‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’
বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।
পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’
দক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
নিরাপত্তা সংস্থা এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, বড়দিনের পরের দিন নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের কন্ট্রোল রুমে একাধিক প্যানিক অ্যালার্ম সিগন্যাল বা বিপৎসংকেত পাওয়া যায়।
‘ধারণা করা হয়েছিল যে গ্রাহক হয়তো কোনো বিপদে পড়েছেন, তাই সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ওই বাড়িতে পাঠানো হয়,’ পোস্টটিতে বলা হয়, ‘প্রথম দলটি পৌঁছানোর পর, গ্রাহক জানান যে একটি বানর তাদের বাড়িতে ঢুকে একটি রিমোট নিয়ে গেছে, যেখানে প্যানিক বাটন ছিল। আর বানরটা ওটা টিপে দিয়েছে।’
বানরটি রিমোট নিয়ে পালিয়ে যায়, আর কোম্পানি ক্রমাগত প্যানিক সিগন্যাল পেতে থাকে যতক্ষণ না বানরটি রিসিভারের রেঞ্জের বাইরে চলে যায়।
পোস্টে আরও লেখা হয়, ‘অসাধারণ এক ঘটনায়, গ্রাহক নিরাপত্তাকর্মীদের বানরটিকে ধরতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ বানরটিকে তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।’
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৭ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে