আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও—এর সদস্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গোর সরকারি বাহিনীর সদস্য ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সম্প্রতি দেশটির উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় সন্ত্রাসী গোষ্ঠী এম-২৩ বিদ্রোহীদের আক্রমণের মুখোমুখি হয়। বিদ্রোহী গোষ্ঠীটি কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে চলতি জানুয়ারি থেকেই আক্রমণ তীব্র করেছে। বিদ্রোহীরা আরও কিছু এলাকা দখলও করেছে। এর ফলে জাতিসংঘ বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সতর্কতা জারি করেছে।
দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, শুক্রবার পর্যন্ত এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত ছিলেন ২ দক্ষিণ আফ্রিকান সেনা এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত জোটের ৭ সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সেনারা গোমায় দিকে অগ্রসর হতে থাকা বিদ্রোহীদের প্রতিরোধ করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং এম-২৩ বিদ্রোহীরা পিছু হটেছে।’ জাতিসংঘের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই দুই ইউনিটের ৯ সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার এই শান্তিরক্ষীরা নিহত হন।
প্রতিবেশী দেশ মালাবির সেনাবাহিনীর মুখপাত্র এমানুয়েল মলেলেম্বা নিশ্চিত করেছেন, তাদের শান্তিরক্ষা বাহিনীর তিন সদস্য এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের তিন সাহসী সৈন্যের মৃত্যুর কথা নিশ্চিত করছি, যারা ডিআরসিতে দক্ষিণ আফ্রিকা উন্নয়ন সম্প্রদায়ের স্যামিডিআরসি মিশনে অংশগ্রহণ করছিলেন।’
এম-২৩ বা মার্চ-২৩ হলো একটি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি তুতসি জনজাতির সদস্যদের নিয়ে গঠিত। এই গোষ্ঠীটি কঙ্গোলিজ সেনাবাহিনী থেকে ১০ বছরেরও বেশি আগে বিদ্রোহ করে বের হয়ে এসেছিল। ২০২২ সালে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কঙ্গোর পূর্বাঞ্চলে আরও এলাকা দখল করতে থাকে। ডিআরসি এবং জাতিসংঘ রুয়ান্ডাকে এম-২৩ বিদ্রোহীদের সৈন্য ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ করছে। তবে রুয়ান্ডা তা অস্বীকার করেছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও—এর সদস্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গোর সরকারি বাহিনীর সদস্য ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সম্প্রতি দেশটির উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় সন্ত্রাসী গোষ্ঠী এম-২৩ বিদ্রোহীদের আক্রমণের মুখোমুখি হয়। বিদ্রোহী গোষ্ঠীটি কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে চলতি জানুয়ারি থেকেই আক্রমণ তীব্র করেছে। বিদ্রোহীরা আরও কিছু এলাকা দখলও করেছে। এর ফলে জাতিসংঘ বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সতর্কতা জারি করেছে।
দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, শুক্রবার পর্যন্ত এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত ছিলেন ২ দক্ষিণ আফ্রিকান সেনা এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত জোটের ৭ সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সেনারা গোমায় দিকে অগ্রসর হতে থাকা বিদ্রোহীদের প্রতিরোধ করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং এম-২৩ বিদ্রোহীরা পিছু হটেছে।’ জাতিসংঘের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই দুই ইউনিটের ৯ সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার এই শান্তিরক্ষীরা নিহত হন।
প্রতিবেশী দেশ মালাবির সেনাবাহিনীর মুখপাত্র এমানুয়েল মলেলেম্বা নিশ্চিত করেছেন, তাদের শান্তিরক্ষা বাহিনীর তিন সদস্য এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের তিন সাহসী সৈন্যের মৃত্যুর কথা নিশ্চিত করছি, যারা ডিআরসিতে দক্ষিণ আফ্রিকা উন্নয়ন সম্প্রদায়ের স্যামিডিআরসি মিশনে অংশগ্রহণ করছিলেন।’
এম-২৩ বা মার্চ-২৩ হলো একটি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি তুতসি জনজাতির সদস্যদের নিয়ে গঠিত। এই গোষ্ঠীটি কঙ্গোলিজ সেনাবাহিনী থেকে ১০ বছরেরও বেশি আগে বিদ্রোহ করে বের হয়ে এসেছিল। ২০২২ সালে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কঙ্গোর পূর্বাঞ্চলে আরও এলাকা দখল করতে থাকে। ডিআরসি এবং জাতিসংঘ রুয়ান্ডাকে এম-২৩ বিদ্রোহীদের সৈন্য ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ করছে। তবে রুয়ান্ডা তা অস্বীকার করেছে।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এখন আমাদের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস পাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুত থাকার বিষয়টি। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের জন্য ‘অ্যাবসলিউট সিকিউরিটি’ বা ‘পরম নিরাপত্তা’
৪৩ মিনিট আগেরাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে। তিনি বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। কারণ, মস্কো প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেনের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছে। রুশ সংবাদমাধ্যম আরটির প্র
২ ঘণ্টা আগেক্লিনিকের স্টোরেজে ওই দম্পতির যে কয়টি এমব্রায়ো থাকার কথা ছিল, তার চেয়ে একটি বেশি দেখতে পান তাঁরা। আর তখনই বুঝতে পারেন, ওই নারী যে শিশুটি জন্ম দিয়েছেন, সেটি তাঁর নয়। শিশুটি গত বছর জন্মেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো। তবে, জন্মের সঠিক দিনক্ষণ প্রকাশ করা হয়নি।
২ ঘণ্টা আগেইয়েমেনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে এ পর্যন্ত মোট ১২৩ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরা।
৪ ঘণ্টা আগে