দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দিয়ে লাঞ্চে বাংলাদেশ
মিরপুরে গতকাল প্রথম দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণিতে কাঁপছিল সফরকারীরা। দ্বিতীয় দিনের শুরুতে আজ যখন উইকেটের জন্য হাপিত্যেশ করতে থাকে বাংলাদেশ, তখনই সুখবর দেন হাসান মাহমুদ। একটি নয়, নিয়েছেন ২ উইকেট।