ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
মিরপুরে ৮ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা এমনিতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ জিততে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয় ড্র অথবা জিততে হবে। সেখানে টস জিতে ব্যাটিং নিয়ে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি দে জর্জি, স্তাবস দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে স্তাবস তাদের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন, ‘আমাদের দলে কেজির (কাগিসো রাবাদা) মতো বোলার রয়েছে। সে বোলিংটা ভালো করতে পারবে। আমার ধারণা, খেলাটা খুব তাড়াতাড়িই শেষের দিকে এগিয়ে যাবে।’
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে স্টাবসের লেগেছে ১৯৪ বল। ১০৬ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন স্টাবস। ১৯৮ বলের ইনিংসে স্তবস
৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার তিন অঙ্ক ছোঁয়ার অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার বলেন, ‘তিন অঙ্ক ছোঁয়াটা আসলে বিশাল স্বস্তির ব্যাপার ছিল আমার জন্য।এটা আমার প্রিয় সেঞ্চুরি থাকবে।’
৩৩ রান করে মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান। তখন দ্বিতীয় উইকেটে জর্জির সঙ্গে ২০১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্টাবস। জর্জি-স্টাবস জুটি খেলেছেন ৩৪২ বল। এই জুটি নিয়ে স্টাবস বলেন, ‘আসলে আমি দেখিনি কীভাবে মার্করাম আউট হয়েছেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাটিং করতে ভালোই লেগেছে।অনেক শান্ত ছিল সে।দারুণভাবে এগোচ্ছিল। তাকে আমার কৃতিত্ব দিতে হবে।’
জর্জিও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন আজ। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। ২১১ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
মিরপুরে ৮ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা এমনিতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ জিততে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয় ড্র অথবা জিততে হবে। সেখানে টস জিতে ব্যাটিং নিয়ে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি দে জর্জি, স্তাবস দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে স্তাবস তাদের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন, ‘আমাদের দলে কেজির (কাগিসো রাবাদা) মতো বোলার রয়েছে। সে বোলিংটা ভালো করতে পারবে। আমার ধারণা, খেলাটা খুব তাড়াতাড়িই শেষের দিকে এগিয়ে যাবে।’
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে স্টাবসের লেগেছে ১৯৪ বল। ১০৬ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন স্টাবস। ১৯৮ বলের ইনিংসে স্তবস
৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার তিন অঙ্ক ছোঁয়ার অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার বলেন, ‘তিন অঙ্ক ছোঁয়াটা আসলে বিশাল স্বস্তির ব্যাপার ছিল আমার জন্য।এটা আমার প্রিয় সেঞ্চুরি থাকবে।’
৩৩ রান করে মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান। তখন দ্বিতীয় উইকেটে জর্জির সঙ্গে ২০১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্টাবস। জর্জি-স্টাবস জুটি খেলেছেন ৩৪২ বল। এই জুটি নিয়ে স্টাবস বলেন, ‘আসলে আমি দেখিনি কীভাবে মার্করাম আউট হয়েছেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাটিং করতে ভালোই লেগেছে।অনেক শান্ত ছিল সে।দারুণভাবে এগোচ্ছিল। তাকে আমার কৃতিত্ব দিতে হবে।’
জর্জিও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন আজ। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। ২১১ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৪২ মিনিট আগেভিলা বেলমিরো মাঠে নেইমার ঠায় বসে রইলেন। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হবে না-ই বা কেন! চোটের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের এই ফুটবলার। ম্যাচের অর্ধেক সময়ও তিনি খেলতে পারেননি।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার অর্ধেক কাজ প্রথম লেগেই সেরে রাখে আর্সেনাল। রিয়াল মাদ্রিদকে তখন হারিয়েছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটা যখন রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন আগে থেকেই ম্যাচের ফল বলে দেওয়া কঠিন।
২ ঘণ্টা আগেপ্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
৩ ঘণ্টা আগে