সেমিফাইনাল মানে দক্ষিণ আফ্রিকার সেই ‘দুঃখগাঁথা’
সেই একই ফল। সেমিফাইনালের আরেক অর্থ তো দক্ষিণ আফ্রিকার ‘দুঃখগাঁথা’। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের আগের চার সেমিফাইনালের ব্যতিক্রম ফল হয়নি এবারও। হ্যান্সি ক্রোনিয়ে, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্সদের মতো টেম্বা বাভুমার দলও সেমিফাইনালের গেরো খুলতে পারল না। ইডেনে গার্ডেনসে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে একর