Ajker Patrika

ইসরায়েলের পক্ষে কথা বলে নেতৃত্ব হারালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ইসরায়েলের পক্ষে কথা বলে নেতৃত্ব হারালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। তবে টুর্নামেন্ট শুরুর আগে যেন ‘ছোট খাট’ এক ধাক্কাই খেল আয়োজক দক্ষিণ আফ্রিকা। নেতৃত্ব চলে গেছে নিয়মিত অধিনায়ক ডেভিড টিগারের।

ইসরায়েলের পক্ষে কথা বলায় মূলত দক্ষিণ আফ্রিকা যুব দলের অধিনায়কত্ব হারিয়েছেন টিগার। দায়িত্ব থেকে সরানো হলেও বিশ্বকাপ দলে আছেন তিনি। তবে স্বাগতিকদের নতুন অধিনায়ক কে হবেন, সেটি এখনো জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল, ডেভিড—সবার ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে শুধু দলে খেলোয়াড় হিসেবে থাকবে ও নতুন অধিনায়কের নাম ঠিক সময়ে ঘোষণা করা হবে।’ 

ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে বিশ্বে পক্ষে-বিপক্ষে চলছে অনেক আলাপ-আলোচনা। বিভিন্ন দেশের ক্রিকেটাররাও এসব ব্যাপারে কথাবার্তা বলছেন। টুর্নামেন্ট শুরুর আগে যাতে এ নিয়ে কোনো প্রকার বাগ-বিতণ্ডা বা ঝামেলা পোহাতে না হয়, তার জন্য সতর্কতামূলক এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএসএ। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আরও বলেছে, ‘বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ও ঝুঁকির ব্যাপারে নিয়মিত আপডেট পাচ্ছে সিএসএ। আমাদের বলা হয়েছে, গাজার যুদ্ধ নিয়ে প্রতিবাদমূলক ঘটনা টুর্নামেন্টের ভেন্যুগুলোতে হতে পারে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগারকে নিয়ে তারা ভাবছেন। সেখানে দ্বন্দ্ব, এমনকি সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। তাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোও জড়িয়ে যেতে পারে।’ 

গত বছরের ২২ অক্টোবর এবিএসএ জেউইশ অ্যাচিভার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন টিগার। এই পুরস্কার তিনি ইসরায়েলি উৎসর্গ করেছিলেন সেনাদের উদ্দেশ্যে। তখন তিনি বলেছিলেন, ‘হ্যাঁ। আমি এই পুরস্কার পেয়েছি। আমি এখন উদীয়মান তারকা। তবে সত্যিকারের উদীয়মান তারকা হচ্ছে ইসরায়েলের তরুণ যোদ্ধারা। আমি এই পুরস্কার ইসরায়েলকে উৎসর্গ করতে চাই।’ 

তিন সপ্তাহ পর প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) এক অভিযোগ দায়ের করে সিএসএ’র কাছে। টিগারের কথাকে পিএসএ ‘রাজনৈতিক প্রচারণামূলক বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত