Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে দেড় দিনে গুঁড়িয়ে ভারতের ‘প্রতিশোধ’ 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২২: ৫৮
দক্ষিণ আফ্রিকাকে দেড় দিনে গুঁড়িয়ে ভারতের ‘প্রতিশোধ’ 

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকায় ভারতের সিরিজ জয়ের আশা শেষ সেখানেই। সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম টেস্ট শেষ হয়ে যায় তিন দিনেই। কেপটাউনের নিউল্যান্ডসে এবার দুই দিন পূর্ণ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে ‘প্রতিশোধ’ নিল ভারত। ৭ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করল ভারত। 

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ‘উইকেট বৃষ্টি’। দেড় দিনেই পড়েছে ৩৩ উইকেট। যার মধ্যে ২৩ উইকেট পড়েছে প্রথম দিনেই। গতকাল শুরু প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৫৫ রানে। একই দিনে ভারত অলআউট হয়েছে  ১৫৩ রানে। একই দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৬২ রানে দিন শেষ করেছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রোটিয়ারা অলআউট হয়েছে ১৭৬ রানে। ৭৯ রানের লক্ষ্যে নামা ভারত শুরু থেকেই করে আক্রমণাত্মক ব্যাটিং। ৩৪ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। ২৩ বলে ২৮ রান করা জয়সওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন নান্দ্রে বার্গার।   

জয়সওয়ালের বিদায়ের পর উইকেটে আসেন শুবমান গিল। ১১ বলে ১০ রান করা গিলকে বোল্ড করেন কাগিসো রাবাদা। রাবাদা অবশ্য পেতে পারতেন আরও এক উইকেট। ১১তম ওভারের তৃতীয় বলে রাবাদাকে পুল করতে যান রোহিত। ভারতীয় অধিনায়ক নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন এই ভেবে যে তিনি আউট। তবে আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি টনি দি জর্জি। এরপর ১২তম ওভারের প্রথম বলে বিরাট কোহলির উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন। এই উইকেট প্রোটিয়ারা নিয়েছে রিভিউর সাহায্যে। আর ভারত জয় নিশ্চিত করেছে ইয়ানসেনের সেই ওভারেই। ওভারের শেষ বলে মিড অন দিয়ে চার মেরে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন শ্রেয়াস আইয়ার। তাতে ১৪৭ বছরের  ইতিহাসে এখনো পর্যন্ত দুই দিনের মধ্যে শেষ হওয়া টেস্ট হয়েছে ২৫টি। যার মধ্যে এই শতাব্দীতে ১৫ টেস্ট শেষ হয়েছে দুই দিনের মধ্যে।

টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচের খাতায় নাম লিখিয়েছে কেপটাউনের ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। সব মিলে খেলা হয়েছে ৬৪২ বল। তাতে ভেঙে গেছে ৯২ বছরের পুরোনো রেকর্ডও। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টে হয়েছে ৬৫৬ বল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও ৭২ রানে। অস্ট্রেলিয়া এক ইনিংস ব্যাটিংয়ে ১৫৩ রানে অলআউট হয়েছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়েছিল।  

দ্বিতীয় দিনে আজ যখন দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামে, তখন তারা এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে খেলে ফেলে ১৭ ওভার। দিনের প্রথম ওভারেই আজ উইকেট হারায় প্রোটিয়ারা। ১৮তম ওভারের শেষ বলে বুমরাকে খোঁচা দিতে যান ডেভিড বেডিংহাম। এজ হওয়া বল ক্যাচ ধরেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৪ উইকেটে ৬৬ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন কাইল ভেরেইনকে। পঞ্চম উইকেট জুটিতে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এইডেন মার্করাম ও ভেরেইন। ভেরেইনকে ফিরিয়ে বেশি আক্রমণাত্মক হতে যাওয়া এই জুটিও ভাঙেন বুমরা। মার্করাম-ভেরেইনের জুটি ছিল ২০ বলে ১৯ রানের। বুমরা এরপর মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ-দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটারকেও দ্রুত ফিরিয়েছেন। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর মুহূর্তেই হয়ে যায় ৫ উইকেটে ৮৫ রান থেকে ৭ উইকেটে ১১১ রান।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে খেলতে থাকেন মার্করাম। ওপেনিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার ব্যাটার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। অষ্টম উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মার্করাম। মার্করামকে ফিরিয়ে জুটি ভাঙেন সিরাজ। এরপর ১৪ রান যোগ করতে আরও ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে বুমরা নেন ৬ উইকেট। সিরিজসেরা বুমরা দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছেন ১২ উইকেট। ম্যাচসেরা সিরাজ নিয়েছেন ১১ উইকেট।

বলের হিসেবে টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম পাঁচ ম্যাচ:

৬৪২: দক্ষিণ আফ্রিকা-ভারত; ভেন্যু: কেপটাউন; ২০২৪

৬৫৬: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: মেলবোর্ন; ১৯৩২

৬৭২: ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড; ভেন্যু: ব্রিজটাউন; ১৯৩৫

৭৮৮: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া; ভেন্যু: ম্যানচেস্টার; ১৮৮৮

৭৯২: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া; ভেন্যু: লর্ডস; ১৮৮৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত